অনন্যা অর্পিতা।
চট্টবাংলা বিনোদন ডেস্ক-ঃ
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ঘরে আসছে নতুন অতিথি। আনন্দের বন্যা আসবে নিসপাল সিংহ রানে আর কোয়েলের মল্লিকের জীবনে।
তাইতো এ বারের জন্মদিন একেবারেই আলাদা কোয়েল মল্লিকের কাছে। লকডাউনের আগে থেকেই তাঁর প্রেগন্যান্সির জীবন কাটাচ্ছেন কোয়েল।
কোয়েলের মা হওয়া নিয়ে যাতে কোনও জল্পনা না রটে তার জন্য নিজেই ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন এ নায়িকা। নিজেই জানিয়ে ছিলেন মা হওয়ার খবর। সে দিন মেরুন কাফতান আর নেকপিসেও মোহময়ী কোয়েল।
ছবি পোস্ট হতেই নেটিজনদের বিস্ময় আর শুভেচ্ছার ঢল নেমেছিল। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে অভিনেতা আবির মুখোপাধ্যায়। গায়ক অনুপম রায়সহ চলচ্চিত্র জগতের সকলেই শুভেচ্ছা ও শুভকামনা জানানোর পাশাপাশি লাইক কমেন্টস করেছিলেন কোয়েলের এই মা হওয়া নতুন লুকের ছবি।
সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে কোয়েল শেয়ার করেন ছোটবেলার একটি ছবি৷ যেখানে তিনি বসে আছেন শাড়ি পরে৷ কোয়েল লিখেছেন, তখন তিনি ক্লাস ফাইভে পড়েন৷ দিনটি ছিল সরস্বতী পুজোর। ভবানীপুরের বাড়ির বারান্দায় শাড়ি পরে ছবি তুলেছিলেন কোয়েল৷
নিয়ম মেনে যোগাসন, প্রেগন্যান্সির বই পড়া, গান শোনা, পরিবারের সকলের সঙ্গে সময় কাটাচ্ছেন কোয়েল। জন্মদিনে কোথাও যাওয়া বা কেউ আসার প্রশ্ন নেই এ বার। মা-বাবার সঙ্গেও রোজের নিয়মে কথা বলেছেন হোয়াটসঅ্যাপ কলে।