সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বোয়ালখালী উপজেলা নির্বাচনে মুক্তিযোদ্ধা  সেলিমকে মুক্তিযোদ্ধাদের একক প্রার্থী হিসেবে ঘোষণা। 

বোয়ালখালী উপজেলা নির্বাচনে মুক্তিযোদ্ধা  সেলিমকে মুক্তিযোদ্ধাদের একক প্রার্থী হিসেবে ঘোষণা। 

 

নিজস্ব প্রতিবেদক

 

বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে মুক্তিযোদ্ধাদের কর্তব্য ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে গতকাল ২৯ এপ্রিল সোমবার সকাল দশটায় বোয়ালখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বশর কমান্ডার। এ সময় তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে আমরা যারা দেশ মাতৃকাকে ভালোবেসে বঙ্গবন্ধু মুজিবের ডাকে  মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদের প্রিয়পম স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিলাম। সেই বীরত্বগাথাঁ  ইতিহাসে এসএম সেলিম আমাদের একজন সহযোদ্ধা। তাই আগামী ২৯ মে আসন্ন বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের সহযোদ্ধা এস এম সেলিম চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। আমরা তার শিক্ষা, সততা, রাজনৈতিক ও মানবিক কর্মকান্ড বিবেচনা করে বোয়ালখালী মুক্তিযোদ্ধারা সর্বসম্মতিক্রমে  মুক্তিযোদ্ধা এস এম সেলিমকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মুক্তিযোদ্ধাদের একক প্রার্থী  হিসেবে ঘোষণা প্রদান করছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম। মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল মোস্তফা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, মুক্তিযোদ্ধা  বনগোপাল দাশ, মুক্তিযোদ্ধা ইসাক কমান্ডার  সহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বোয়ালখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ এলাকাবাসী।

এটি পড়ে দেখতে পারেন

ফটিকছড়িতে ছাদেক নগর দরবার শরীফের ৪২তম পবিত্র ওরশ শরীফ সম্পন্ন

  মিলন বৈদ্য শুভ (প্রতিনিধি) ফটিকছড়ি থানার অন্তর্গত সমিতির হাট ইউনিয়নস্থ ছাদেক নগর দরবার শরীফের …