আর মাত্র ৩ দিন পরই বিশ্ববাসী স্বাক্ষী হতে যাচ্ছে বিরল এক ঘটনার। এবার ১ অক্টোবর রাতের আকাশে দেখা যাবে নীল চাঁদ।
দ্বিতীয় এই পূর্ণচন্দ্রের নাম দেওয়া হয়েছে ব্লু মুন বা নীল চাঁদ। বিশ্বের সব জায়গা থেকে দেখা যাবে এই পূর্ণচন্দ্রের মহাজাগতিক দৃশ্য।
বিজ্ঞানীরা জানিয়েছে, এবার অক্টোবর মাসে দুইটি পূর্ণিমার দেখা মিলবে। এর মধ্যে ১ অক্টোবর পূর্ণিমা, আর ৩১ অক্টোবর পূর্ণিমায় আকাশে দেখা যাবে নীল রংয়ের চাঁদ ।
৩০ বছরে এই প্রথমবার সারা পৃথিবী জুড়ে মানুষ একসঙ্গে দেখতে পাবে ব্লু মুন বা নীল চাঁদ। প্রতি ১৯ বছর অন্তর এই বিরল ঘটনা ঘটে থাকে। এর আগে ২০০১ সালে এই বিরল ঘটনা ঘটেছিল। পরবর্তীতে তা আবার ঘটতে চলেছে ২০২০ সালে। আর তারপর এই বিরল ঘটনা আবার দেখা যাবে ২০৩৯ সালে।
সারা পৃথিবী জুড়ে এই ঘটনা মানুষ একসঙ্গে দেখেছিলো ১৯৪৪ সালে। এরপর একসাথে সারা পৃথিবীর মানুষ আর এই বিরল ঘটনা দেখতে পাননি।
ইংরাজিতে একটি কথা আছে, ‘Once in a Blue Moon’, তাই এই চাঁদের নাম ব্লু মুন বা নীল চাঁদ রাখা হয়েছে। কারণ, এই চাঁদকে খুব সহজে দেখা যায় না।
২০৩৯ সালে আবারও এই বিরল ঘটনা দেখা গেলেও সারা পৃথিবীর মানুষ একসাথে তা দেখতে পাবে কিনা বলা যাবে না।