শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / Uncategorized / গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা জেলহাজতে

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা জেলহাজতে

#চট্টবাংলা_ডেস্ক

এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা একা জেলহাজতে।গৃহকর্মী নির্যাতনের অভিযোগে তাকে ৩১ জুলাই শনিবার পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর আগের নায়িকা একার সঙ্গে বর্তমান একাকে চেনাই যায়নি। অন্ধকার জগতে পা বাড়িয়ে এই অবস্থা হয়েছে নায়িকার।
১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ ছবির মাধ্যমে শাহিদা আরবী সিমন নাম নিয়ে ঢাকার চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন একা। কিন্তু সেই ছবি তেমন ব্যবসা সফল হয়নি। পরের বছরই ডিপজল প্রজোজিত,কাজী হায়াত পরিচালিত প্রয়াত সুপারস্টার মান্নার জুটি হিসেবে ‘তেজী’ ছবির মাধ্যমে ব্যাপক সমাদৃত হন তিনি।তেজী ছবিতে প্রথমে নায়িকা হওয়ার কথা ছিল পপি’র। ছবির মহরতের দিন পপি বেঁকে বসায় পূর্ণিমা সহ আরো কয়েকজন নায়িকাকে এই ছবির নায়িকা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু কেউ রাজী না হওয়ায় অনেকটা জোরের মাধ্যমে প্রভাবিত করে একা কে এই ছবির নায়িকা হিসেবে সাইন করতে বাধ্য করা হয়েছিল।এই ছবিতে তার পূর্বের নাম পরিবর্তন করে একা রাখা হয়েছিল। মূলত এই ছবির মাধ্যমেই একা নাম ধারণ করে চিত্রনায়িকা হিসেবে সে তারকাখ্যাতি অর্জন করেছিল।
পরে নিজের সমসাময়িক প্রায় সব তারকা নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে হিট সিনেমা উপহার দিয়েছেন একা। সবচেয়ে সফল ছিলেন নায়ক মান্নার সঙ্গে। মান্নার সঙ্গেই টানা ২০-২৫টির মতো ছবি মুক্তি পায় একার। ওই সময় এ জুটিকে লুফে নিয়েছিল সিনেমার দর্শক। কিন্তু ২০১২ সালের পর অনেকটা হুট করেই চলচ্চিত্র জগৎ থেকে একা দূরে সরে যান। তার সর্বশেষ সিনেমা কাজী হায়াৎ পরিচালিত ‘পাগলা হাওয়া’ মুক্তি পায় ২০১২ সালে।
এরপর বেরিয়ে আসে, একার জীবনের আরেক গল্প। এ যেন অচেনা এক একা। নিয়মিত মাদক সেবন করায় স্বাভাবিক জীবন তার প্রায় তছনছ। এর ছাপ পড়েছে চেহারায়ও। মাদকাসক্ত হওয়ার কারণে তাকে চেনা বড় দায়।
পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি হাফিজ আল ফারুক জানান, হাজেরা বেগম নামে এক গৃহকর্মী মাসে পাঁচ হাজার টাকায় একার বাসায় তিন মাস ধরে ছুটা কাজ করে আসছিলেন। বাসা পরিবর্তনের সময় হাজেরাকে অতিরিক্ত কাজ করার কথা বলেন একা। তখন হাজেরা বলেন, আগে অবহিত না করায় হঠাৎ বাড়তি কাজ করা তার পক্ষে সম্ভব নয়। অন্য যেসব বাসায় তিনি কাজ করেন, তারা বিপদে পড়বেন। এক পর্যায়ে হাজেরা তার বর্তমান মাসের বেতনও চান। কিন্তু আগের দু’মাসের বেতন পরিশোধ করেন অভিনেত্রী। এরপর একা ক্ষিপ্ত হয়ে গৃহকর্মীকে বেদম মারধর করেন। খবর পেয়ে প্রতিবেশী ও আশপাশের লোকজন একার বাসা ঘেরাও করেন। তারা ৯৯৯-এ কল করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে একা ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন। পরে আশপাশের লোকজন ও পুলিশ মিলে দরজা কোনোমতে ভেঙে একাকে আটক করা হয়।
হাফিজ আল ফারুক আরো বলেন, একার বাসায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল মদ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রায় নিয়মিত ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। এ কারণেই তার এই অবস্থা।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, দুই সন্তান নিয়ে উলনের বাসায় বসবাস করতেন একা। সর্বশেষ আলেকজান্ডার বো-কে একা বিয়ে করেছেন বলে পুলিশকে জানান।
গৃহকর্মী হাজেরার স্বামী রিকশা চালক মো. রফিক জানান, উলন এলাকার বন্ধু নিবাস ভবনের নয় তলায় চিত্রনায়িকা একার বাসায় ছুটা কাজ করতেন তার স্ত্রী হাজেরা বেগম। বাড়তি কাজ করতে রাজি না হওয়া এবং বেতন চাওয়ায় হাজেরাকে বেধম মারধর করা হয়। এতে তার হাত ও মাথায় আঘাত পান।
একার বিরূদ্ধে হাতিরঝিল থানায় দুটি মামলা হয়।একটি গৃহকর্মী হাজেরা খাতুন বাদী হয়ে নির্যাতনের মামলা করে।অন্যটি পুলিশ বাদী হয়ে তার বিরূদ্ধে মাদকের মামলা করে।১ আগষ্ট রবিবার তাকে আদালতে তোলা হলে আদালত মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করে।

#একা #জেলহাজত #গৃহকর্মী

#মান্না #ডিপজল.#হায়াত #থানা

চিত্রনায়িকা একা

এটি পড়ে দেখতে পারেন

সানোয়ারা উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সেমিনার সম্পন্ন

  নিজস্ব প্রতিবেদক গত ১৯ জুলাই বুধবার সকাল দশটায় যুব সেচ্ছাসেবকদের মান উন্নয়নের লক্ষে যুব …