চট্টবাংলা ডেস্ক-ঃ
না ফেরার দেশে চলে গেলেন, খ্যাতিমান অভিনয় শিল্পি ফেরদৌসী আহম্মদ লিনা। আজ শনিবার (১৮ এপ্রিল) রাত ১১.৩০ মিনিটে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন এই শিল্পী।
১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেন।
তাঁর অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ডেইলি সোপ ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’ ও ‘নীল জোছনায় কালো সাপ’।
২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একডেমিতে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিভিন্ন স্তরের শিল্পী ও কলা কূশুলীরা।