সবুজ অরণ্য/ চট্টবাংলা প্রতিনিধি -ঃ
পেশাগত জীবনে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই’র ব্যান্ড এন্ড কমিনিউকেশন ম্যানেজার হিসাবে কর্মরত থাকলেও তাঁর মন পড়ে থাকে সৃষ্টি আর সৃজনশীলতার ভূমিতে। পিতা বরেণ্য কবি নির্মলেন্দু গুণের পথ ধরেই যেন পথচলা তাঁর।
একাধারে লিখে যাচ্ছেন বিখ্যাত সব কবিতা। শুধু কবিতার বলয়ে নিজেকে স্থায়ী করে রাখতে রাজি নন গুণি মানুষটি। হাত দেন চলচ্চিত্র নির্মাণে। পিতা নির্মলেন্দু গুনের কিশোর উপন্যাস অবলম্বনে তিনি নির্মান করেন শিশুতোষ চলচ্চিত্র ” কালো মেঘের ভেলা “।
চলচ্চিত্রেও সফলতার পালক জুটেছে গুনি এই মানুষটির ঝুড়িতে। শিশুতোষ চলচ্চিত্র নির্মণে যেন নতুন একমাইল ফলক সৃষ্টি করেছেন তিনি। দেশের সিমানা পেড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও সারা ফেলে তাঁর চলচ্চিত্রটি।
গতবছর ঢাকার দূ’টি অভিজাত পেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হওয়ার পাশাপাশি গত ২৫ জানুয়ারি ” কলিকাতা আন্তর্জাতিক শিশুতোষ চলচ্চিত্র উৎসব ( KICFF ) এর নবম আসরে আয়োজকদের আমন্ত্রণে উৎসবে প্রদর্শিত হয় চলচ্চিত্রটি ।।