রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / করোনা পরিস্থিতি বন্দর নগরীতে দু’মাসের বাড়িভাড়া না নেয়ার ঘোষনা এক বাড়ি মালিকের

করোনা পরিস্থিতি বন্দর নগরীতে দু’মাসের বাড়িভাড়া না নেয়ার ঘোষনা এক বাড়ি মালিকের

মানস চক্রবর্তী / চট্টবাংলা প্রতিনিধি-ঃ
রাজধানী ঢাকার পর এবার বন্দর নগরী চট্টগ্রামের এক গনমাধ্যমকর্মী ঘোষনা দিলেন তাঁর ভবনে ভাড়ায় থাকা ভাড়াটিয়াদের এপ্রিল ও মে মাসের বাড়িভাড়া না নেয়ার।
মির্জা ইমতিয়াজ শহীদ শাওন। নগরীর সংবাদ ও সংস্কৃতিকর্মীরা যাকে চিনেন “শাওন ইমতিয়াজ” নামে। দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল নিউজ চট্টগ্রাম ২৪ ডট কম পত্রিকার এডিটর ইন চীফ তিনি।
করোনা যখন বিশ্ব মহামারি হিসাবে দেখা দিয়েছে, বিশ্বের অর্থনৈতিক ভাবে শক্তিশালী রাষ্টগুলো যখন হিমশিম খাচ্ছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঠিক তখনি উনার ভবনে থাকা ভাড়াটিয়াদের এপ্রিল ও মে মাসের ভারার টাকা না নেয়ার ঘোষনা সত্যি প্রসংসার দাবিদার।
এক প্রশ্নের জবাবে তিনি চট্টবাংলাকে বলেন, “আমার সিমিত সক্ষমতায় আমি চেষ্টা করেছি তাদের জন্য কিছু করার। কারণ আমার ভবনে থাকা ভাড়াটিয়ারাও আমার পরিবারের অংশ। তিনি নগরীর সব ভবন মালিকদের বৈশ্বিক এই দূর্যোগে নিজ নিজ অবস্থান থেকে এ দূর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহব্বান জানান”।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …