শনিবার , ডিসেম্বর ৭ ২০২৪
শিরোনাম
Home / শিক্ষা-সাহিত্য / কষ্টকাব্য ========= সবুজ অরণ্য।

কষ্টকাব্য ========= সবুজ অরণ্য।

ভালবাসা,
বিষ। মদের গ্লাস আর নিকোটিন
ভালবাসা- শকুন, চীল আর রঙ্গিণ বুলেটিন।
ভালবাসা,
স্বপ্নীল। আবেগিয় ক্ষত আর বিউগিন
ভালবাসা-আশা জাগনীয়া রাত-দিন।
ভালবাসা,
স্বপ্ন। মদের গেলাসে-ফেনায়; বুনো জোৎনায়
ভালবাসা-ফেরি করে প্রেমিকের আঙ্গীনায়।
ভালবাসা,
স্মৃতি। তোমার; ছবি হয়ে ঝুলে থাকা দেয়ালে
তোমার বলা কথাগুলোর অনুররণ? রাতদিন
আর,
রাত জেগে এন্ডোয়েট স্ক্রিনে তোমাকে খুঁজে ফেরা
প্রতিক্ষণ ; প্রতিদিন ।।
                                                                                   

এটি পড়ে দেখতে পারেন

ভালো মানুষের সংখ্যা বাড়ানোর আন্দোলন চাই

ড. মুহম্মদ মাসুম চৌধুরী ———————————— সমগ্র পৃথিবী দ্রুত উন্নতি হচ্ছে, হবে, হতেই থাকবে কিন্তু মানুষের …