সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / গণমাধ্যমকর্মীদের সাথে চট্টবাংলা পরিবার’র কুশল বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ

গণমাধ্যমকর্মীদের সাথে চট্টবাংলা পরিবার’র কুশল বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ

মহিন আহম্মদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
গণমাধ্যমকর্মীদের সাথে কুশল বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করে অনলাইন টিভি চ্যানেল চট্টবাংলা।
আজ শুক্রবার (১৭এপ্রিল) দূপুরে চট্টবাংলা টিভির স্টুডিও রুমে এ আয়োজন করা হয়। দূপুর ১২টায় শুরু হওয়া এ আয়োজন চলে বিকেল ৫টা পর্যন্ত। সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন করা হয় উপহার সামগ্রী বিতরণের।
সারাদেশ যখন হিমশিম খাচ্ছে করোনা পরিস্থিতি মোকাবেলায় তখনও জীবনর ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে চলছেন গণমাধ্যমকর্মীরা। তাঁদের অনেকেরই নেই কোন পিপিই কিংবা জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থাও।
তাঁদেরই পাশে দাঁড়িয়েছে চট্টবাংলা। চট্টবাংলার উদ্যোগে এবং চট্টবাংলা’র পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) বিশিষ্ট ব্যবসায়ী ও যুব সংগঠক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দীন মোরশেদ চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে আজ চট্টবাংলা’র স্টুডিও রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মীদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজনের প্রতিটি পর্বে আরো উপস্থিত ছিলেন, চট্টবাংলা’র পরিচালক (সংবাদ) গৌতম চক্রবর্তী, পরিচালক (অনুষ্ঠান) সবুজ অরণ্য, পরিচালক (অর্থ ও উন্নয়ন) মানস চক্রবর্তী।
উপস্থিত গণমাধ্যম স্বজনদের সাথে কুশল বিনিময়কালে চট্টবাংলা পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) আলাউদ্দীন মোরশেদ চৌধুরী বলেন, এই মহামারি করোনা কালে চট্টবাংলা পরিবারের এই ক্ষুদ্র উপহারটুকু আপনারা গ্রহণ করে চট্টবাংলাকে আপনাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করে রাখলেন।
এ ঋণ শোধ করার মত শক্তি কিংবা সামথ্য কোনটাই চট্টবাংলা’র নেই। তবে চট্টবাংলা আপনাদের কথা দিচ্ছে, আপনাদের পাশে চট্টবাংলা আছে এবং থাকবে আমৃত্যু। জয় হোক সংবাদ স্বজনদের। জয় হোক সৃজনশীলতার।।
                                                                                                                                                        

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …