অভি পাল (প্রতিনিধি)
আনোয়ারা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ গার্লস গাইডে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আনোয়ারা এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাপ্পী দাশ।
আনোয়ারা উপজেলাস্থ বারখাইনের ডা: সরোজ কান্তি দাশের জ্যেষ্ঠ কন্যা বাপ্পি দাস। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় দ্রত বিচার ট্রাইব্যুনালের পি,পি এডভোকেট অশোক কুমার দাশের সহধর্মিনী। তিনি দুই কন্যা সন্তানের মা। তার এক কন্যা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে এল,এল,বি অনার্স ও মাস্টার্স শেষ করে চট্টগ্রাম আদালতে শিক্ষানবিশ আইনজীবী। আরেক কন্যা বর্তমানে এস,এস,সি পরীক্ষার্থী। তিনি মাষ্টার দা সূর্য সেনের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ডাঃ তেজন্দ্র নারায়ন দাসের পুত্রবধূ। বাপ্পি দাস শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আনোয়ারা এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষী সকলে আনন্দ প্রকাশ করেছেন।