=== সুশোভন চৌধুরী।
একলা আমি
একলা তুমি
একলা আকাশ
এমন করে
একলা চলার
পাইনি অবকাশ
একলা আসা
একলা যাওয়া
একলা জীবন
এমন করে
হয়নি বলা
একলা কথন
একলা সুখে
একলা দুখে
একলা ভাবিনি
এমন করে
একলা হবো
বুঝতে পারিনি
একলা হওয়ার
কি যন্ত্রণা
একলা ভাবি
ঝড়া পাতার
একলা ঝড়া
দেখছি সবই
একলা সাগর
একলা হাওয়া
একলা দোলে
একলা বোশেখ
দুঃখ নিয়ে
একলা চলে
একলা হওয়ার
যন্ত্রণা সব
ঘুচবে যবে
আসবে সুদিন
তখন না হয়
হল্লা হবে
একলা এখন
একলা বোশেখ
একলা কাটাই
এমনি করে
একলা তবে
হর্ষ জানাই !
সৃষ্টি-১ বৈশাখ ১৪২৭। ১৪ এপ্রিল ২০২০।
লেখক- কবি ও নাট্যকর্মী
উপদেষ্টা-অনন্য থিয়টার।