শাস্তি বিষয়ক আলাপ
============== বিদ্যুৎ দেব।
হক মারা চোর মুখোশ কিনে নেয়। মানুষের সহ রঙিন অনেক মুখোশ। চাউল সামান্য চুরি বলে তার বড় ভাই। বুঝার সময় আসেনি তার, সংক্রামণের দিনে চাউল মানে আমাদের পরমান্ন! প্রাণ টিকিয়ে রাখে। মানুষ স্বপ্ন দেখে। ভাত স্বপ্ন। এবং তারাই ক্ষেতে খামারে চাষ দিবে সোনালো ধানের অপেক্ষায়!
হক মারাদের ফয়সালার কথা আসে। তাও অদৃশ্য বইয়ের পাতায়। আর অদৃশ্য থুতু। ভিন্ন আলাপেও প্রস্তাব আসে। দেখে শিখার কথা সমর্থন করে অনেকে। অতঃপর…
নগরে উন্নয়ন জোয়ার,সত্যিই তো দৃশ্যমান , আমরা এগিয়ে যাই , শৈল্পিক টয়লেট সহ ।
আইসল্যান্ডীয় শাস্তির কথা আলাপ হয়। লাইক বাটনে হাত চাপে ভুক্তভোগী জনগন। চাউল চোরের শাস্তি এমন হলেও মন্দ না। প্রশ্রাব খানার পাত্রের প্রলেপ হোক চোর মানুষের ছবি ।
বড়ভাইয়ের দুই বছর! ছোট- মেজো এক বা মাস -ছয়েক।
হয়তো বদলে যাবে ওরা, বড় চুরির হাত থেকে রেহাই পাওয়া গেলেও যেতে পারে। আমরা জনগন, আগামীদের বলে দেব। শুনো, শুনো, শুনো ” আমরা চোরের মুখে প্রসাব করে তাড়িয়েছিলাম সমস্ত চোর”!