এক।
পরমের অপেক্ষায় পরম
——————————-
ছাই হয়ে নদীর বুকে
ফুল রাতের অপেক্ষা,
অথবা
মাটি – সার শক্তি হয়
সবুজে
অগুনিত মায়ার টান !
পরম আলাপ অবসানে
মৃতের কাতারে নামলিপি
সেও জানে
ফেরার পথ
অচেনা
আজতক ফেরেনি
কোন সংবাদে!
বাড়ে
অপেক্ষা এবং অপেক্ষা!
দুই।
সাদা খাম সাদা হাসপাতাল!
———————————–
সঙ্গ নিরোধের আহবান,প্রার্থনা ঘরে তালা,
এখানে কান্নার রোল। সঙ্গম সুখের খেইনে, চাঁদ ওঠে কালো,ইচ্ছে সুখের রাতে । চলমান জোসনা ভ্রমে, খুদার গান শুনি, এপাশ ওপাশের কান্নার । মৃত্যু মিছিলের লাইন, পরদেশী কবর কফিনে, যন্ত্র ব্যবহারের যন্ত্রনায় ! আলো ভাইরাসে
অপেক্ষা, হাত বাড়ায় মানুষ, মানবিক যত হাত। মানুষের পরম দিনে ,সুখি নয় মানুষ, অদৃশ্য কালো ঘরে । সড়কে বাস নেই, গুদামে ধান নেই, হাহাকার যত ঘাট। সবুজের সব ধ্যানে, সাদা খাম ভরে, সুখের গল্প লিখে! সাদা সব হাসপাতাল!
লেখক-ঃ কবি ও গল্পকার