মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / বোয়ালখালীতে ঔষুধ,কাঁচামাল,মুদি দোকান ছাড়া অন্যসব বন্ধ জানালেন উপজেলা প্রশাসন

বোয়ালখালীতে ঔষুধ,কাঁচামাল,মুদি দোকান ছাড়া অন্যসব বন্ধ জানালেন উপজেলা প্রশাসন

চট্টবাংলা। বোয়ালখালী প্রতিনিধি-ঃ
সারাদেশ জুড়ে যখন দ্রুত গতিতে বাড়ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যাও। এমরণব্যাধি ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও নিরোধের লক্ষ্যে উপজেলা ও তৎসংলগ্ন এলাকায় সার, বীজ, কাঁচাবাজার, খাবার ও মুদি দোকান ব্যতিত সকল ধরনের দোকানপাট পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব-সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আছিয়া খাতুন সাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ (৬ এপ্রিল) সোমবার থেকে শুধুমাত্র সার, বীজ, কাঁচাবাজার, খাবার ও মুদি দোকান সমূহ বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিকাল ৫ টার পর ঔষধের দোকান, হাসপাতাল এবং ডাক্তারের চেম্বার ব্যতীত আর কোন দোকান কোন অবস্থাতেই খোলা রাখা যাবেনা। এ নির্দেশ অমান্যকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …