মহিন আহম্মদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
চারিদিখে যখন আতঙ্ক বিরাজ করছে করোনা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে। ঠিক তখনই খুলে দেওয়া হল গার্মেন্টস। আজ (৫ এপ্রিল) রবিবার চিটাগাং এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড) কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেট) সহ প্রায় সব জায়গায় খোলা রাখা হল বিভিন্ন প্রতিষ্ঠানের কারখানাগুলো।
একদিকে যানবাহনহীন রাস্তায় সেনাবাহিনী আর পুলিশ সাধারণ মানুষকে শাসনে সোহাগে ঘরে ঢুকাতে ব্যাস্থ। আর এইদিকে গার্মেন্টস কর্মীরা চাকরি বাচাঁতে হিজিবিজি করে কাজে যোগ দিতে নেমেছে রাস্তায়। এযেন একই মেরুর দৈত সমীকরণ।
মাত্র একদিনের ব্যবধানে গামেন্স মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএ’র হটকারি সিদ্ধান্তে পোশাক শ্রমিকরা চাকরি বাঁচাতে জড়ো হয়েছে নগরীতে ৷ দূর দূড়ান্ত থেকে শহরে আসা পোশাক শ্রমিকদের একদিকে যেমন পোহাতে হয়েছে যানবাহনের ভোগান্তি অন্যদিকে মারাত্নক ঝুঁকিতে ফেলেছে নগরবাসীকে। পোশাক শ্রমিকদের কর্মব্যস্থতায় ফাঁকা নগরী হঠাৎ পূর্ণ হয়েছে জনজোয়ারে।
যেখানে মহামারি করোনার বিস্তাররোধে সরকার ঘোষণা করেছে ১৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি। সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার নির্দেশ দিয়েছেন ১ জন থেকে আরেকজনের দূরত্ব থাকতে হবে ৩ ফুট। এমন পরিস্থিতিতে পোশাক কারখানায় গুলোতে একসাথে এত লোকের সমাগম। গণপরিবহনে যাতায়াত। দুপুরে এক সাথে বসে খাবার সারানো কতটুকু স্বাস্থ্য সম্মত ও করোনা ঝুঁকি মুক্ত। তানিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল।
আজ (৫ এপ্রিল) রবিবার দূপুরে তোলা ছবি। স্থান-কোরিয়ান ইপিজেড (KEPZ) দুপুর ১ঃ৩০