সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / ক্রীড়া ও স্বাস্থ্য / হারলা হালদামাথা তরুণ প্রজন্মের উদ্যোগে নাইট শর্টপিচ ক্রিকেট টুনামেন্ট

হারলা হালদামাথা তরুণ প্রজন্মের উদ্যোগে নাইট শর্টপিচ ক্রিকেট টুনামেন্ট

চট্ট বাংলা প্রতিনিধি

 

“ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল,মাদক ছেড়ে মাঠে চল”এই স্লোগানকে সামনে রেখে হারলা হালদামাথা তরুণ প্রজন্মের উদ্যোগে ১ম বারের মত নাইট শর্টপিচ ক্রিকেট টুনামেন্ট-২০২৩ গত ২৭ ফেব্রুয়ারি হালদার মাথা ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাস পৌরসভার মেয়র মোহাম্মদ মাহবুবুল আলম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী) আনোয়ার ইসলাম কোম্পানি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ শাহ আলম,কাউন্সিলর মোরশেদুল আলম,মহিলা কাউন্সিলর কহিনুর আকতার।

উক্ত অনুষ্ঠানের বক্তারা বলেন লেখাপড়ার সাথে সাথে শিশুরা যদি খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।খেলাধুলা যেমন শরীরকে সুস্থ-সবল রাখে, তেমনি মনকেও প্রফুল্ল রাখে, প্রশস্ত করে।’

এটি পড়ে দেখতে পারেন

ওভুল্যশান। মেয়েদের পিরিয়ড ছাড়া সারাজীবন অস্বস্তিকর সময় পাড়ি দেয়ার আরেক নাম

জলি দাশ। চট্টবাংলা। স্বাস্থ্য ডেস্ক-ঃ পিরিয়ড ছাড়াও মেয়েদের প্রতি মাসে আরেকটা অস্বস্তিকর সময় পাড়ি দিতে …