অভি পাল ( প্রতিনিধি)
গতকাল সোমবার বানিগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ২০১৫ ব্যাচ বনাম ২০১৬ ব্যাচের মধ্যেকার জমজমাট ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম কলেজের মাঠে।
উক্ত খেলায় ২০১৬ ব্যাচ ৪ উইকেটের ব্যবধানে ২০১৫ ব্যাচকে হারিয়ে জয় লাভ করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় অভি পাল । নির্ধারিত ১২ ওভারের খেলায় ২০১৫ ব্যাচ ব্যাট করে সব উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জবাবে ২০১৬ ব্যাচ ১১ ওভার ১ বল খেলে ১০৫ রান করে জয় লাভ করেন।
২০১৫ ব্যাচের খেলোয়ারা হলেন:
রায়হান,শৈবাল,সলিল (অধিনায়ক),বটন,অংকন,মিনহাজ,নিউটন,জুয়েল,তমাল,কপিল,নিকোলাস,আশীষ,অমিত
২০১৬ ব্যাচের খেলোয়ারা হলেন:ইজাজ(অধিনায়ক),হেলাল,সৈকত,
আবিদ,অভি,জিয়া,পাবেল,রাশেদ,দূর্জয়,
তারেক,মিসবাহ
এই ম্যাচ ঘিরে তরুণ ক্রীড়াপ্রেমীদের মেলা বসে মাঠ প্রাঙ্গণে । ব্যতিক্রমী এ আয়োজন দেখতে সকাল থেকে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন