রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / ক্রীড়া ও স্বাস্থ্য / বানিগ্রাম সাধনপুর উচ্চ বিদ‍্যালয়ের ২০১৫ ব্যাচ বনাম ২০১৬ ব্যাচের মধ্যেকার ক্রিকেট খেলা অনুষ্ঠিত

বানিগ্রাম সাধনপুর উচ্চ বিদ‍্যালয়ের ২০১৫ ব্যাচ বনাম ২০১৬ ব্যাচের মধ্যেকার ক্রিকেট খেলা অনুষ্ঠিত

অভি পাল ( প্রতিনিধি)
গতকাল সোমবার বানিগ্রাম সাধনপুর উচ্চ বিদ‍্যালয়ের ২০১৫ ব্যাচ বনাম ২০১৬ ব্যাচের মধ্যেকার জমজমাট ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম কলেজের মাঠে।

উক্ত খেলায় ২০১৬ ব‍্যাচ ৪ উইকেটের ব্যবধানে ২০১৫ ব‍্যাচকে হারিয়ে জয় লাভ করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় অভি পাল । নির্ধারিত ১২ ওভারের খেলায় ২০১৫ ব‍্যাচ ব্যাট করে সব উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জবাবে ২০১৬ ব‍্যাচ ১১ ওভার ১ বল খেলে ১০৫ রান করে জয় লাভ করেন।

২০১৫ ব‍্যাচের খেলোয়ারা হলেন:
রায়হান,শৈবাল,সলিল (অধিনায়ক),বটন,অংকন,মিনহাজ,নিউটন,জুয়েল,তমাল,কপিল,নিকোলাস,আশীষ,অমিত

২০১৬ ব‍্যাচের খেলোয়ারা হলেন:ইজাজ(অধিনায়ক),হেলাল,সৈকত,
আবিদ,অভি,জিয়া,পাবেল,রাশেদ,দূর্জয়,
তারেক,মিসবাহ

এই ম‍্যাচ ঘিরে তরুণ ক্রীড়াপ্রেমীদের মেলা বসে মাঠ প্রাঙ্গণে । ব্যতিক্রমী এ আয়োজন দেখতে সকাল থেকে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন

এটি পড়ে দেখতে পারেন

ওভুল্যশান। মেয়েদের পিরিয়ড ছাড়া সারাজীবন অস্বস্তিকর সময় পাড়ি দেয়ার আরেক নাম

জলি দাশ। চট্টবাংলা। স্বাস্থ্য ডেস্ক-ঃ পিরিয়ড ছাড়াও মেয়েদের প্রতি মাসে আরেকটা অস্বস্তিকর সময় পাড়ি দিতে …