অভি পাল (প্রতিনিধি)
ধর্মগ্রন্থ হচ্ছে সেই সকল বিশেষ গ্রন্থ যাতে মানুষের জীবন যাপনের বিধান, ভাল কাজ করার পরামর্শ এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।আমাদের ধর্মগ্রন্থগুলো পড়তে হবে, অনুধাবন করতে হবে, সেই ধর্মগ্রন্থের বাণী অনুসারে আমাদের চলতে হবে, কাজ করতে হবে, তাহলেই এই পৃথিবীতে শান্তি বিরাজ করবে।সমাজে একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, শঠতা-কপটতা, অশান্তি, হানাহানি প্রভৃতি সামাজিক অনাচারের পথ পরিহার করে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে।
দক্ষিণ ভূর্ষি শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দির মহোৎসব পরিচালনা পরিষদের উদ্যোগে ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী, মাতৃমন্দির উৎসর্গ ও মাতৃমূর্ত্তির প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে দক্ষিণ ভূর্ষি শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দির প্রাঙ্গণে ২দিন ব্যাপী মহতী ধর্মসভা ও চতুষ্প্রহর মহানামযজ্ঞ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন উক্ত অনুষ্ঠানের প্রধান অথিতি ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি দিলীপ চক্রবর্তীর সভাপতিত্বে এবং দক্ষিণ ভূর্ষি শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনিক দে যীশুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাদশা মাফিয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক প্রদীপ দে।
মহতী ধর্মসভা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন দক্ষিণ ভূর্ষি শ্রীশ্রী মগধেশ্বরী মন্দির উন্নয়ন কমিটি নবনির্বাচিত সভাপতি শ্রী বাবলা মল্লিক,মাতৃমূর্তি ফলক উন্মোচন করেন শিক্ষিকা মিতা দাশ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী নেতা এ্যাডভোকেট দীপক কুমার শীল।সংবর্ধিত অতিথি নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ফারহানা আফরিন জিনিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী যুব পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক বাবুল দাশ তনয়,শ্ৰীশ্ৰী জ্যোতি হরিহর বৈকুণ্ঠ গীতা যোগাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ সজলানন্দ গিরি মহারাজ,মনিটরিং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য পুলক চৌধুরী,শাকপুরা রাস উদযাপন পরিষদের সহ-সভাপতি তপন চৌধুরী,১৩ নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির চক্রবর্তী,ইউপি সদস্য অজিত দেবনাথ, ইউপি সদস্য মিলকি চৌধুরী প্রমুখ।
উক্ত উৎসব প্রাঙ্গণে উৎসব মুখুর পরিবেশে চলা এ অনুষ্ঠান মালায় দৃষ্টি কেড়েছে সনাতন ধর্মের মানুষসহ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের।
শ্রীনাম পরিবেশন করেন শ্রী শ্রী গোবিন্দ সম্প্রদায়, শ্রী শ্রী দীনদাস সম্প্রদায় । মহোৎসবে ভক্তদের মাঝে আনন্দ বাজারের মহাপ্রসাদ বিতরণ করা হয়।