শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / ক্রীড়া ও স্বাস্থ্য / করোনায় তরুণদের আক্রান্তের হার বেশি : স্বাস্থ্য অধিদফতর’র অতিরিক্ত মহা-পরিচালক =========== চট্টবাংলা। নিজস্ব প্রতিবেদক

করোনায় তরুণদের আক্রান্তের হার বেশি : স্বাস্থ্য অধিদফতর’র অতিরিক্ত মহা-পরিচালক =========== চট্টবাংলা। নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবকরা। আজ (৫ জুন) শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, তরুণ ও যুবকদের করোনায় আক্রান্তের হার ২৮ শতাংশ। এরপরই আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন ৩০ থেকে ৪০ বছর বয়সীরা। তাদের আক্রান্তের হার ২৭ শতাংশ। তরুণ-যুবকরা বেশি আক্রান্ত হলেও মৃত্যু হারে এগিয়ে ৬০ বছরের বেশি বয়সী বৃদ্ধরা।
করোনা সংক্রমণের পর থেকে গতকাল (৪ জুন) বৃহস্পতিবার পর্যন্ত সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) তথ্য বিশ্লেষণ করে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘লিঙ্গভেদে শনাক্তের হার পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ। বয়স বিবেচনায় ৬০ বছরের বেশি বয়সী ৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের ১১ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১৭ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ২৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের ২৮ শতাংশ, ১১ থেকে ২০ বছরের ৭ শতাংশ এবং ১ থেকে ১০ বছরের মধ্যে ৩ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছেন।’
              

এটি পড়ে দেখতে পারেন

ওভুল্যশান। মেয়েদের পিরিয়ড ছাড়া সারাজীবন অস্বস্তিকর সময় পাড়ি দেয়ার আরেক নাম

জলি দাশ। চট্টবাংলা। স্বাস্থ্য ডেস্ক-ঃ পিরিয়ড ছাড়াও মেয়েদের প্রতি মাসে আরেকটা অস্বস্তিকর সময় পাড়ি দিতে …