অভি পাল,প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্যে দিয়ে বাঁশখালী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং সাধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহছান উল্লাহ চৌধুরী’র নেতৃত্বে ২ নং সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড় আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি স্বরাজ ভট্টাচার্য, ৫ নং ওয়ার্ড় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ সঞ্জয় কুমার পাল, এবং বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা রাহাদুল আলীম রিয়াদ, ছাত্রলীগ নেতা খাইরুল আমিন টুটুল, বাসু দাশ, বাঁধন ভট্টাচার্য, ফারুক প্রমুখ।
বক্তরা বলেন,লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন।বঙ্গালী জাতির সবচেয়ে বড় অর্জন ও গৌরবের দিন হচ্ছে মহান স্বাধীনতা। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লালবৃত্ত সবুজ পতাকা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে।