অভি পাল,প্রতিনিধি
বাকলিয়া থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতারসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:
১। মোঃ আবিদ হোসেন প্রঃ শ্রাবন(১৮), ২। মোঃ সাকিব(২০), ৩। মোঃ আবু হানিফ প্রঃ হিরু(২২), ৪। ইমতিয়াজুল আনোয়ার ইরফান(২০)।
জানা যায়,চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন সময়ে মোটরসাইকেলে চুরি করেন তারা।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম চট্টবাংলাকে জানান,আসামী মোঃ আবিদ হোসেন গত ৩/৪ বছর পর্বে সে বাই-সাইকেল চুরি করতেন। সাইকেল চুরির কারণে সে ইতিপূর্বে চট্টগ্রাম শহরের বিভিন্ন থানায় গ্রেফতার হয়। তার বয়স কম হওয়ায় বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হইতে জামিনে বের হয়ে ২০২১ সাল হইতে সে মোটরসাইকেল চালানো সহ মোটর সাইকেল চুরির কৌশল শিখে। ইতিপূর্বে সে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানাসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকা হইতে ২৫/৩০ টি মোটর সাইকেল চুরি করেন বলে স্বীকার করে এবং বিভিন্ন সময় বিভিন্ন থানায় চুরির অপরাধে গ্রেফতার করে। পররতীতে সে জামিনে বের হয়ে পুনরায় মোটর সাইকেল চুরি করে বলে স্বীকার করে। তাহার বিরোদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় তাহার বিরোদ্ধে মামলা রয়েছে।