বুধবার , ডিসেম্বর ৬ ২০২৩
শিরোনাম
Home / চট্টগ্রাম / মুক্তিপণের বলি ৫ বছরের শিশু

মুক্তিপণের বলি ৫ বছরের শিশু

অভি পাল,প্রতিনিধি

গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলা নয়াহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় ৫ বছরের শিশু আয়াত। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা সোহেল রানা।

নিখোঁজ হওয়ার ১০ দিন পরে আয়াতে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পিবিআই।

শুক্রবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে পিবিআই পুলিশ সুপার নাঈমা সুলতানা।

এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করে আবির আলী নামের তাদের এক সাবেক ভাড়াটিয়া। সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আবিরকে গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আটক করা হয়েছে। সে হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, ভারতীয় সিরিয়াল ক্রাইমপেট্রোল ও সিআইডি দেখে এ হত্যার পরিকল্পনা করেছে আবির। এমন কী এভিডেন্স নষ্ট করার কৌশলও সে এসব সিরিয়াল থেকে আয়ত্ত করেছে।পরে শ্বাসরোধে হত্যার পর লাশ ছয় টুকরো করে ফেলে দেওয়া হয় কর্ণফুলী নদীতে।

এটি পড়ে দেখতে পারেন

সাংবাদিকের প্রশ্নে চড়াও চট্টগ্রাম ১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর 

  চট্টবাংলা ডেক্স   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন …