নির্দয় প্রকৃতি আজ
নির্ভয় নেই জনে,
নির্মলতার শুদ্ধতাহীন
অশুভ শক্তি ধ্যানে ।
মুখমণ্ডল যেন, নিষিদ্ধ অঞ্চল
চাদরে পড়েছে ঢাকা,
হাসি-কাশি যেন বিষের ডালি
বাধ্য, দূরত্বে থাকা ।
প্রকৃতির বন্ধনে নির্মমতা আজ
যুগেশ্বরী নিয়মও পরেছে ভাটা,
শান্তি যেন বন্দি নির্ভার গুহায়
অশান্ত নিয়েছে রাজার সাঁজ।
প্রকৃতিরও আজ কাটছে দিন
সৃষ্টি ছাড়া একাকীত্বে
বন্দি থাকায় হয়েছে বাধ্য।
নিয়তি না চায় যদি ;
বেঁচে থাকা কার সাধ্য।।
সৃষ্টি- ৩০ মার্চ ২০২০, চট্টগ্রাম।