চট্টবাংলা ডেস্ক-ঃ
আবৃত্তি প্রেমীদের চোখের জলে ভাসিয়ে নাফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি আবৃত্তি শিল্পি
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’র নির্বাহী কমিটির সদস্য, স্রোত আবৃত্তি সংসদ, ঢাকা’র অন্যতম সংগঠক, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক ফখরুল ইসলাম তারা।
দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে আজ ( ৫ এপ্রিল) রবিবার সকালে ঢাকার একটি হাসপাতালে মৃত্যবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন। আজ বাদ আসর এটিএন নিউজ কার্যালয়ের সামনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আবৃত্তিপ্রাণ এই শিল্পীর অকালপ্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন, প্রমা,বোধন আবৃত্তি পরিষদ,তারুণ্যে উচ্ছ্বাস,স্বদেশ আবৃত্তি সংসদ, স্লোগান কালসা্রাল স্কোয়াডসহ বিভিন্ন সংগঠন।
সংগঠন নেতৃবৃন্দ শোক প্রকাশের পাশাপাশি শিল্পীর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আবৃত্তিশিল্পী ও সংগঠক ফখরুল ইসলাম তারার আত্মার মাগফেরাত কামনা করেন।