সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / নাট্যজন শেখ শওকত ইকবাল’র জন্মদিন আজ

নাট্যজন শেখ শওকত ইকবাল’র জন্মদিন আজ

সবুজ অরণ্য। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
সংস্কৃতির আতুরঘর। বীর প্রসবীনি চট্টগ্রাম। এ চট্টলারই রুপ,রস ও গন্ধ গায়ে মেখে বড় হওয়া নাট্যপ্রান এবং থিয়েটারকর্মীদের বলিষ্ঠ কন্ঠস্বর মঞ্চ নাটকের প্রাণ পুরুষ, শেখ শওকত ইকবাল চৌধুরী। বহুগুণে গুণান্বিত মানুষটির জন্মদিন আজ।
তিনি একাধারে একজন নাট্যকার, নির্দেশক, অভিনেতা, টিভি পরিচালক। নাট্য অন্তপ্রান হয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক হিসেবে। তাঁর হাত ধরেই চট্টগ্রামের থিয়েটার গ্রুপগুলোর পরিচিতি ঘটেছে ভিন্নমাত্রায়। গ্রুপথিয়েটারের নাটক মঞ্চায়নের মানও পৌঁছেছে অনন্য উচ্চতায়।
চট্টগ্রামের সংস্কৃতি ও গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্যতম প্রেরণা দায়ক সংগঠক তিনি। তাঁর হাত ধরে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদ। থিয়েটার কর্মীদের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠা করা হয় থিয়েটার ক্লাব। নাটককে জনমানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠা করেন অনু নাটক পরিষদ।
তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুন চৌধুরী ‘র ছোট ভাই। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বেড়ে উঠা মানুষটি থিয়েটার আন্দোলনকেই যেন বেছে নিয়েছেন দেশজ সংস্কৃতি মুক্তির হাতিয়ার হিসেবে।
দেশের প্রতিটি ক্লান্তিলগ্নে চট্টগ্রামের থিয়েটারকর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন বারবার। স্বৈরাশাসক এরশাদ পতন আন্দোলনেও ভূমিকা রাখেন চট্টগ্রামজুড়ে নাটক মঞ্চায়ন করে। তাঁর নেতৃত্বে চট্টগ্রামের থিয়েটারকর্মীরা গণজাগরণ মঞ্চেও একের পর এক মঞ্চায়ন করে স্বাধীনতার স্বপক্ষে বেশ কয়েকটি নাটক। গণজাগরণ মঞ্চে মঞ্চায়িত নাটকের মধ্যে লালন দাশ’র রচনা ও নির্দেশনায় এবং থিয়েটার স্লোগানের পরিবেশনায়- মুক্তির গল্প, জনতার আদালত, বড় ভাইয়ের পাঠশালা উল্লেখযোগ্য।
তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান, এডভোকেট দীপক চৌধুরী (দল প্রধান-চট্টগ্রাম থিয়েটার), সূচরিত চৌধুরী টিংকু (দল প্রধান-অনন্য থিয়েটার), লালন দাশ( দল প্রধান-থিয়েটার স্লোগান), শাহ্ তামরা-জুল আলম (দল প্রধান-আসর নাট্য সম্প্রদায়), লাভলু চক্রবর্তী (দল প্রধান-থিয়েটার গণমুখ)
এছাড়াও শুভেচ্ছা জানায়,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন,থিয়েটার ক্লাব, গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদ, অনু নাটক পরিষদ বাংলদেশ পথ নাটক পরিষদ নেতৃবৃন্দ এবং থানেশ্বর-নমিতা সোস্যাল ফাউন্ডেশন’র (TNSF) ফাউন্ডার চেয়ারম্যান ও প্রদান উপদেষ্টা লায়ন শিবু প্রসাদ ভদ্র (জীবন)।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …