শনিবার , ডিসেম্বর ৭ ২০২৪
শিরোনাম
Home / বিনোদন-সংস্কৃতি / চলচ্চিত্র মহলে শোকের শোকের ছায়া বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর’র মৃত্যু

চলচ্চিত্র মহলে শোকের শোকের ছায়া বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর’র মৃত্যু

অনন্যা অর্পিতা।
চট্টবাংলা বিনোদন ডেস্ক-ঃ
ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে যেন থামছে না মৃত্যুর মিছিল। শক্তিমান অভিনেতা ইরফান খান মারা যাওয়ার চব্বিশ ঘন্টা না যেতেই চলে গেলেন আরেক বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।
গতকাল গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন বর্ষিয়ান এ অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
গতকাল বুধবার (২৯ এপ্রিল) তাঁকে মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার কয়েক ঘন্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এ অভিনেতা।
এই বছরটা যেন বলিউডের জন্য খুব খারাপ সময়। একের পর এক মহাতারকাকে হারাল ভারতীয় চলচ্চিত্র জগৎ। চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে দিল্লির দূষণে অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। সেসময়ও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে।
অসুস্থতার কারণে আরমান জৈনের বিয়েতে যেতে পারেননি ঋষি, নীতু ও রণবীর কেউই। এবার মাস দুয়েক গড়াতেই ফের অসুস্থ হলেন অভিনেতা। নিউ ইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিত্‌সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ঋষি কাপুর। কিন্তু মাঝেমধ্যেই শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
একটুতেই মেজাজ হারিয়ে ফেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। একের পর এক খবরে মন্তব্য করতেও পিছপা হননা অভিনেতা। তাই সবসময়েই খবরের শিরোনামে উঠে আসে তার নাম। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি।
কিন্তু অসুস্থতার জন্য গত ২ এপ্রিলের পর থেকে টুইটারে নতুন কোনও পোস্ট করেননি অভিনেতা। নিজের কাজের বাইরেও চলমান রাজনীতি নিয়ে খোলাখুলি সমালোচনা করতে ভালবাসতেন ঋষি কাপুর। অসুস্থতার মধ্যেও নিজেকে কাজের থেকে দূরে সরিয়ে রাখেনি অভিনেতা।
একটু সুস্থ হলেই আবার ছুটে গেছেন শুটিংয়ে। হলিউডি রিমেক ছবি ‘দ্য ইনর্টান’-এ অভিনয় করার কথা ছিল ঋষি কাপুরের। যেখানে তার বিপরীতে দীপিকা পাড়ুকোনকে দেখা যেত।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনসহ অনেক অভিনেতা অভিনেত্রী ও চলচ্চিত্রের কলাকৌশুলীর।

এটি পড়ে দেখতে পারেন

নিবন্ধ-ঃ সবুজ মোদের প্রাণ ========== গোপা ব্যনার্জী।

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। সেদিন ট্রেনে যাচ্ছিলাম। আমি যেখানে বসে ছিলাম ঠিক তার …