বাইরে নেই কোনো কামান-গোলা
মিসাইলের তীব্র শব্দ,
নেই কোনো বন্দুক-বুলেটের আওয়াজ
তবুও আজ মোরা অবরুদ্ধ।
যুগে যুগে শোষিত শক্তি তেজদীপ্ত হয়ে
শুনিয়েছে জীবনের জয়গান,
রুদ্ধতার শেকল ভেঙ্গে একতার শক্তি
হয়ে রেখেছে জীবন-মান।
কোথায় হারালো সেই ক্ষমতা
দখল আগ্রাসনের তীব্র লড়াই,
ব্যর্থ সব শক্তিধর রাষ্ট্রনেতা বুদ্ধিমান
লুটিয়ে গেল নিমিষেই সোচ্চারিত আত্ম-বড়াই।
আজ অসহায় শ্রেষ্ঠ জীব
রুখছে তাদের এক অনুজীব,
অস্তিত্ব রক্ষার সংকটে বিশ্ব
বাড়ছে শঙ্কা, মৃত্যুর মিছিল।
কী এক অতি ক্ষুদ্র জীব আজ
গ্রাস করছে পৃথিবী,
নিরাপদ দূরত্বে কাছে থেকে
রুখতে হবে এই মহামারি।
পরিচ্ছন্ন জীবনযাপনে সচেতন মননে
করবো অণুজীবের বিরুদ্ধে লড়াই,
হৃদয়েতে থেকেও দূরত্বকে ভালোবেসে
দেশটাকে ভালো রাখবো সবাই।
লেখক- কবি, আবৃত্তিকার ও শিক্ষক।