সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / শিক্ষা-সাহিত্য / শেখর দেব’র কবিতা

শেখর দেব’র কবিতা

ব্যাকুল ভাইরাস।
পাতার মর্মরে রাগিণী বসন্ত
এভাবে ঘুরে ঘুরে অদূরে ডেকে যায়
ভেতরে বাজে সুর অধীর অনন্ত
বাহিরে ছবি যতো অন্তরে দোলায়।
শান্ত নদীজল বাতাসে ওঠে দুলে
ফুলে-ফেঁপে জীবন উড়ে যায় ভীষণ
ভেলায় পড়ে টান, কে যে রয়েছে কূলে?
হয়েছে সব ভোলা কারণ অকারণ।
ব্যাকুল ভাইরাস কাঁপায় চরাচর
বসন্ত এনেছে দেখেছো কী ভয়াল?
মুখ ঢেকেছো দেখে ফিরেছি বারবার
হারিয়েছি তোমার নৈকট্য প্রবল।
আলোয় দেখেছি যা অন্ধকারে খুব
অচেনা যদি লাগে, কী আর করা যায়!
আলোতে বহুকিছু অচেনা ও নীরব
ধরা তো যায় না তা অধীর অবেলায়।
সৃষ্টি ০৮ মার্চ ২০২০।
লেখক-কবি ও প্রাবন্ধিক
সম্পাদক সাহিত্য পত্রিকা- শাঁখ ।

এটি পড়ে দেখতে পারেন

ভালো মানুষের সংখ্যা বাড়ানোর আন্দোলন চাই

ড. মুহম্মদ মাসুম চৌধুরী ———————————— সমগ্র পৃথিবী দ্রুত উন্নতি হচ্ছে, হবে, হতেই থাকবে কিন্তু মানুষের …