
#চট্টবাংলা #আন্তর্জাতিক #ডেস্ক_রিপোর্ট
মিলল ৫১০ কেজি’র নীলা, দাম প্রায় ৮২ কোটি টাকা!
শ্রীলঙ্কার রতনপুর।এখানে প্রায়শই রত্ন মিলে।তাই এর নাম রতনপুর। রতনপুর’র জনৈক ব্যক্তি তারপরিবার’র পানির চাহিদা পূরণ করার জন্য কুপ খনন করার সিদ্ধান্ত নিলেন।যথারীতি খননকার্যের বন্দোবস্ত করলেন।শ্রমিক নিয়োগ দিলেন খনন কাজের জন্য।খনন কাজ চলা কালীন শ্রমিকদের কোদাল শক্ত কিছুর সাথে ধাক্কা খায়। মালিককে জানান তারা।মালিক সতর্কতার সাথে কাজ করতে বললেন।প্রথমে ভেবেছিলেন শক্ত কোন পাথর হবে।শক্ত জিনিসটার চারদিক থেকে মাটি সরিয়ে বের করে নিয়ে এসে দেখা গেল বিশাল আয়তনের পাথর এটি। ভাল করে ধোয়া হল পাথর টা। বাড়ীর মালিক ছিলেন রত্ন ব্যবসায়ী।পাকা জহুরী।পাথর থেকে মাটি সাফ হয়ে যেতেই তিনি দেখতে পেলেন এটা কোন সাধারণ পাথর নয়।এটি মহামূল্যবান রত্নপাথর ‘নীলা ‘।পরিমাপ করে দেখলেন ওজন হয়েছে ৫১০ কেজি আন্তর্জাতিক বাজারে যার মূল্য ১০,০০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৮২ কোটি টাকা।
বাড়ির মালিক প্রশাসনকে সাথে সাথে অবহিত করলেন।তিনি বলেন এটি তৎক্ষণাৎ বিক্রি করা যাবে না।বিশেষ প্রক্রিয়ায় যাচাইএর মাধ্যমে কাটিং সম্পন্ন করে সার্টিফিকেট দেওয়া হলেই এটি বিক্রি করা যাবে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এটিই বিশ্বের বৃহত্তম নীলা যা Serendipity Sapphire নামে পরিচিত। ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক রত্ন সংক্রান্ত ম্যাগাজিনে এ খবরটি প্রকাশিত হয়েছে।