নিজস্ব প্রতিবেদক
গত ১৯ জুলাই বুধবার সকাল দশটায় যুব সেচ্ছাসেবকদের মান উন্নয়নের লক্ষে যুব রেড ক্রিসেন্ট সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় ইউনিট এর উদ্যোগে সেচ্ছাসেবকদের মান উন্নয়নের লক্ষ্যে এক সেমিনার বিদ্যালয় হল কক্ষে অনুষ্ঠিত হয়।
সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল মনসুর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মোঃ ইস্তাকুল ইসলাম চৌধুরী ইসান। এসময় উপস্থিত ছিলেন যুব সদস্যদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ। পুরো অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্বে ছিলেন ১৫ জন যুব সদস্য।