অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গেছেন।
মঙ্গলবার ১৬ মার্চ সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে মওদুদ আহমেদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে লাশ দেশে কবে আনা হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস সহ বুক ব্যথার উপসর্গ নিয়ে ২৯ ডিসেম্বর ২০২০ ইং তারিখে ঢাকাস্থ এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন মওদুদ আহমেদ। পরবর্তীতে হার্টে ব্লক ধরা পড়ায় স্থায়ী পেসমেকার বসানো হয়।
১৩ জানুয়ারি ২০২১ ইং তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।
পরবর্তীতে ২১ জানুয়ারি তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ২ ফেব্রুয়ারি রাতে এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুর নেওয়া হয় তাকে।
মওদুদ আহমেদ ২৪ মে ১৯৪০ সালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। মমতাজ উদ্দিন আহমেদ এবং বেগম আম্বিয়া খাতুনের। ছয় সন্তানের মধ্যে চতুর্থ ছিলেন মওদুদ আহমেদ । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে ইংল্যান্ডের লন্ডনস্থ লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার এট ল ডিগ্রি অর্জন করেন।পড়াশোনা শেষে দেশে ফিরে আইন পেশায় নিয়োজিত হন তিনি।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।মৃত্যুর পূর্ব পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি।