প্রযোজনা ও প্রকাশনা প্রতিষ্ঠান বিন্দু মিডিয়া এন্ড পাবলিকেশন্স এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার সংগঠক এম. বশিরুল ইসলাম এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য পরিচালকরা।
বুধবার ১৭ মার্চ সকালে ব্যবস্থাপনা পরিচালক সবুজ ভদ্র অরণ্য’র নেতৃত্বে অন্যান্য পরিচালকরা তার বাসভবনে এই সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়।
এসময় তিনি মহান মাতৃভাষা উপলক্ষে প্রচারিত ” ভাষা ” নাটক নিয়ে বিন্দু মিডিয়া ক্রিয়েটিভ টিমের ভূয়সী প্রশংসার পাশাপাশি সদ্য চিত্রায়ণ শেষ হওয়া ” ম-তে-মা ” নাটকের সফলতা কামনা করেন।
এ সময় তিনি আরো বলেন, শুধু বিগত সময়ে নয়, আগামীতেও বিন্দু মিডিয়ার যে কোন সৃজনশীল ও সমাজ হিতকর কাজে তার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
বিন্দু মিডিয়া এন্ড পাবলিকেশন্সকে যৌথভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘দশের লাঠি একের বোঝা ‘ চিরন্তন প্রবাদের এই সারবস্তুটা মেনে নিয়েই একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রেখে আমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে।
অন্যান্য পরিচালকদের মধ্যে সৌজন্যে সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন, অনিন্দ্য শীল নয়ন, রণি কান্তি দেব, জাহিদুল আলম। এছাড়া ভার্চুয়্যালে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল ও পরিচালক আহমেদ কামাল আফতাব।
পরিশেষে রেম্প মডেলিং টিমের সদস্য নব বিবাহিত দম্পতি জুলিয়া ও মুন্নাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং অন্যান্য পরিচালকরা।
প্রেস বিজ্ঞপ্তি