অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ ‘শান্তি-শান্তি নয় যুদ্ধ, বিতর্কে হই পরিশুদ্ধ’ এই স্লোগানকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে মুজিববর্ষ বিতর্ক প্রতিযোগিতা ২০২১ আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগ।
১৫ মার্চ হতে ২০ মার্চ ২০২১ ইং পর্যন্ত পাঁচদিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় নগরীর ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেছেন।
এ উপলক্ষে নগরীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কারিগরি সহযোগিতায় রয়েছে দৃষ্টি চট্টগ্রাম।প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছেন ইউসুফ শিপিং লাইনস এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ ইয়াকুব ।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।