মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
শিরোনাম
Home / সারা বাংলা / গৌরনদী উপজেলায়  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন 

গৌরনদী উপজেলায়  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন 

বরিশাল প্রতিনিধি

দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এই স্লোগান নিয়ে আজ ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, গৌরনদী, বরিশাল এর আয়োজনে ফায়ার স্টেশন প্রাঙ্গণে, ফায়ার সার্ভিস সিভিল ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশন অফিসার ইনচার্জ বিপুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এস আই মোঃ সহিদুল ইসলাম । অনুষ্ঠানে হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য বৃন্দ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারী, ফায়ার ফাইটার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে তারা বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফায়ার সার্ভিসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এটি পড়ে দেখতে পারেন

কক্সবাজারে ডাকাত বাহিনী হুরাইয়ার ৩ সদস্য আটক

কক্সবাজার ( প্রতিনিধি) টেকনাফের ডাকাত হুরাইয়া বাহিনীর প্রধান হুরাইয়াসহ তিনজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।দুপুরে প্রেস …