শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / শিক্ষা-সাহিত্য / আষাঢ়ের প্রথম প্রহরে —————————– ওচমান জাহাঙ্গীর।

আষাঢ়ের প্রথম প্রহরে —————————– ওচমান জাহাঙ্গীর।

আষাঢ়ের প্রথম প্রহরে
কদম ফুটেনি বৃষ্টি হয়নি বলে,
আষাড়ের প্রথম দিনে
এক পসলা বৃষ্টি শেষ বিকেলে।
সারা দিন মেঘে মেঘে বেলা শেষে
গুটি গুটি ফোঁটা নিয়ে বৃষ্টি এলো
অবশেষে,
ঘুমোট ভরা মেঘের কোলে ভাসে।
আকাশ কালো মেঘে
সন্ধে তারার দেখা মিলে?
মেঘের কালো আবরণে।
বৃষ্টিকে বলি এত দেরী কেন
আয় তরা করে,
মুচে যাক দিয়ে তোর ধারা
জীবনের যত গ্লানি।।
লেখক-কবি, নির্মাতা ও চিত্র সাংবাদিক।

এটি পড়ে দেখতে পারেন

ভালো মানুষের সংখ্যা বাড়ানোর আন্দোলন চাই

ড. মুহম্মদ মাসুম চৌধুরী ———————————— সমগ্র পৃথিবী দ্রুত উন্নতি হচ্ছে, হবে, হতেই থাকবে কিন্তু মানুষের …