শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / শিক্ষা-সাহিত্য / বিস্ময়কর বিশ্বে-ঃ মা’র হাতে লাগানো গাছে মায়ের মুর্তি গড়ল ছেলে =========== জলি দাশ। চট্টবাংলা প্রতিনিধি

বিস্ময়কর বিশ্বে-ঃ মা’র হাতে লাগানো গাছে মায়ের মুর্তি গড়ল ছেলে =========== জলি দাশ। চট্টবাংলা প্রতিনিধি

মা। ছোট্ট একটি শব্দ। কিন্তু এর ব্যাপকতা অসীম। একজন সন্তানের কাছে মায়ের মমতার চেয়ে বড় আর কিছুই হতে পারেনা। মায়ের স্মৃতি রক্ষায় কত কিছুইনা করে তার সন্তান।
এমনই উদাহারণ সৃষ্টি করলো এক শিল্পী। মায়ের- ই নিজের হাতে লাগানো আমগাছটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আমফানে ঝড়ে পরে। এটাই ছিল শিল্পীর বাড়িতে তার মায়ের শেষ স্মৃতি।
ঝড়ে পরে যাওয়া সেই আস্ত গাছ টিকে কাঠ শিল্পী নিরঞ্জন বর্মন মায়ের ই স্মৃতির উদ্দেশে আস্ত ঐ গাছ টিকে কেটে বানিয়ে ফেললেন মায়ের আবক্ষ এক মূর্তি।
বৃদ্ধ বয়সে যেখানে আজ মায়েদের আশ্রয় হচ্ছে বৃদ্ধাশ্রমে। সেখানে কাঠশিল্পী নিরঞ্জনের মায়ের প্রতি এই শ্রদ্ধা, ভালোবাসা সত্যিই আজ কাল খুবই বিরল।
মার প্রতি তার ভালোবাসা দেখে তাই আজ বার বার গাইতে ইচ্ছে করছে বিশ্বকবি রবিন্দ্র নাথ’র সেই বিখ্যাত গান- ” ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে/ তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে…/ ওগো মা।
                                                                                                           

এটি পড়ে দেখতে পারেন

ভালো মানুষের সংখ্যা বাড়ানোর আন্দোলন চাই

ড. মুহম্মদ মাসুম চৌধুরী ———————————— সমগ্র পৃথিবী দ্রুত উন্নতি হচ্ছে, হবে, হতেই থাকবে কিন্তু মানুষের …