
চট্টবাংলা। আন্তর্জাতিক ডেস্ক-ঃ
তাঁরা একসাথে এসেছিল পৃথিবীতে। একসাথেই চলে গেলেন। একসঙ্গে চলেই যাবেন। কথাটি তাঁরা সব সময় বলতেন। সত্যি তাই হল।
মরণব্যাধি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে যমজ দুই বোন কেটি ও এমার মাত্র তিন দিনের ব্যবধানে মৃত্যুর পর এভাবেই তাঁদের কথা স্মরণ করছিলেন আরেক বোন জো।
যুক্তরাজ্যের সাউদাম্পটন জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার মারা গেছেন শিশু বিভাগের নার্স কেটি ডেভিস (৩৭)। একই হাসপাতালে তিন দিন পর, অর্থাৎ গত শুক্রবার মারা গেলেন নার্সিং পেশা থেকে এর আগেই অবসরে চলে যাওয়া কেটির যমজ বোন এমা।
জো আরও বলেন, ‘তারা কতটা অসাধারণ ছিল, তা মুখে বলে বোঝানো যাবে না। সব সময় মানুষকে সাহায্য করতে চাইত। ছোট বয়সেই ডাক্তার কিংবা নার্স সেজে পুতুলকে সেবা দেওয়ার খেলায় মাতত। তারা ছিল একবারেই ব্যতিক্রম।
রোগীর সেবায় সব সময় নিজের সর্বস্ব বিলিয়ে দিত। বৃহস্পতিবার সন্ধ্যায় কেটির জন্য তাঁর হাসপাতালের প্রধান ফটকে করতালি আর মোম জ্বালিয়ে দিয়ে নাসিং এর মতো মহান পেশায় নিবেদিত এই সেবিকাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
তথ্য সূত্র ও ছবি – ইন্টারনেট অবলম্বনে।
