রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / আন্তর্জাতিক / মক্কা ছাড়া পুরো সৌদিতে শিথিল করা হলো কারফিউ। নির্দেশ বলবৎ থাকবে ১৩ মে পর্যন্ত

মক্কা ছাড়া পুরো সৌদিতে শিথিল করা হলো কারফিউ। নির্দেশ বলবৎ থাকবে ১৩ মে পর্যন্ত

চট্টবাংলা। আন্তর্জাতিক ডেস্ক-ঃ
মক্কা ছাড়া পুরো সৌদি আরবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করা হয়েছে। আজ (২৬ এপ্রিল) রবিবার সৌদি আরব সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদি সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, আজ থেকে প্রতিদিন সকাল ৯টা শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আগামী (১৩ মে) বুধবার পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।
সৌদি আরব সরকার আরো জানায়, পবিত্র মক্কা নগরী এবং এর আশেপাশের এলাকায় ২৪ ঘণ্টাই কারফিউ জারি থাকবে। প্রতিবেদনে আরো বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ মেনে সৌদিতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় চালু করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সৌদি আরবে মার্কেট, দোকানপাট খুলে দেয়া হবে। তবে রেস্টুরেন্ট, সেলুন, সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
তথ্যসূত্র ও ছবি- ইন্টারনেট।

এটি পড়ে দেখতে পারেন

নতুন ধরনের করোনা ভাইরাসে বেশী আক্রান্ত হচ্ছে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক। চট্টবাংলা ডট কমঃ নতুন ধরনের করোনা ভাইরাসে শিশুরাই বেশী আক্রান্ত হচ্ছে । নতুন …