নয়ন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সেতু সড়কের পশ্চিম পার্শ্বে ক্যাফে ডি গ্রান্ড হোটেল এন্ড বিরিয়ানী হাউস এর সামনে হতে ২ মাদক ব্যবসায়ীকে ১০,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
শনিবার ২৬ সেপ্টেম্বর রাত ৯ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে একটি বিশেষ গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সেতু সড়কের পশ্চিম পার্শ্বে ক্যাফে ডি গ্রান্ড হোটেল এন্ড বিরিয়ানী হাউস এর সামনে রাস্তার ফুটপাতে অভিযান চালিয়ে আবুল বশর ( ৫০) ও রহিম উল্লাহ (২৬) নামের ২ জনকে গ্রেফতার করে।
পরে তল্লাশী চালিয়ে কাঠ মিস্ত্রীর যন্ত্রপাতি রাখার বাক্সের ভিতর নিচের দিকে বিশেষ ভাবে তৈরীকৃত চেম্বারে কৌশলে রক্ষিত অবস্থায় একটি কাপড়ের শপিং ব্যাগে ৪০ টি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটে ১০০০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় মো: জাফর (৪৮) নামে একজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে সরবরাহ ও বিক্রয় করার জন্য কৌশলে নিয়ে আসছিল বলে জানায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো: মোফাজ্জল হোসেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাকলিয়া থানায় মামলা দায়ের করেছেন।