রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / নগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গার মার্কেটগুলো ঈদ পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা দিল মালিক সমিতি

নগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গার মার্কেটগুলো ঈদ পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা দিল মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক। চট্টবাংলা -ঃ
চট্টগ্রাম মহানগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গা এলাকার বিভিন্ন মার্কেটগুলো পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা দিল দোকান মালিক সমিতি।
আজ শনিবার (৯মে) দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ জরুরী সভায় চট্টগ্রাম দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সমিতির বৈঠকে সিইপিজেড বে-শপিং সেন্টার ব্যবসায়ীকল্যাণ সমিতি ঈদ পর্যন্ত মার্কেট বন্ধ রাখার ঘোষনা সর্বসম্মতিক্রমে ব্যবসায়ীদের জানানো হয় বলে জানান, সভাপতি নাছির উদ্দিন চৌধুরী,সহ-সভাপতি কাজী আজিজুল হক ও সাধারণ সম্পাদক চন্দন সরকার।
বন্দরটিলা শাহ প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতিও পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন,
সভাপতি হাজী মুজিবুল হক শারিফী, সাধারণ সম্পাদক-মোহাম্মদ মিঠুন, সাবেক সভাপতি-হাজী মোঃ শাহজাহান সাজু।
এদিকে পতেঙ্গার স্টিল মিল বাজার ‘আলী প্লাজা’ মার্কেটেও ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে জরুরী সভায় আয়োজন করে এবং দোকান মালিক সমিতির সাথে একাত্নতা ঘোষণা করে বন্ধের সিদ্ধান্ত নেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন, আলী প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মোঃ আশ্রাফ আলী চৌধুরী।
এছাড়া ইপিজেড চৌধুরী মার্কেট,নুর শপিং সেন্টার, মহাজন গোল্ডেন টাওয়ার, কাটগড়’র নুর মহল,এন এন টাওয়ার, নেভী হাসপাতাল গেইট’র পোর্টলেন্ড টাওয়ার, বন্দর পোর্ট মার্কেটসহ সব মার্কেট পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
এসময় বিভিন্ন মার্কেটের দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আবু নোমান, মোহাম্মদ ফরহাদ উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, মুসলেহ উদ্দিন সহ মার্কেটের নেতৃবৃন্দ।
সভায় মার্কেটগুলো ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত স্ব-স্ব মার্কেটের গেইটে ব্যানার টাঙ্গিংয়ে এবং নোর্টিশ লাগিয়ে জানানোর পাশাপাশি সংবাদ মাধ্যমকে অবহিত করেন। সকল মার্কেট সমিতি নেতৃবৃন্দর একটিই ঘোষনা ” জীবন বাঁচলে- জীবিকা উপার্জন”।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …