শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / ঈদের আগে খুলছেনা টেরিবাজার-রিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকান ও মার্কেটগুলো

ঈদের আগে খুলছেনা টেরিবাজার-রিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকান ও মার্কেটগুলো

নিজস্ব প্রতিবেদক । চট্টবাংলা -ঃ
বানিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এ বন্দর নগরী চট্টগ্রাম। ঢাকার পড়ে দেশের পাইকারি পণ্যের বাজার নিয়ন্ত্রক হিসেবে গৌরবের মুকুট স্থান পেয়ে আসছে সূদীর্ঘকাল থেকে।
চাল,গম,মসল্লা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের পাইকারি বিকিকিনির একমাত্র আবাস নগরীর চাক্তাই আর খুতুনগঞ্জ। তারপরই বৃহত্তম পাইকারি কাপড়ের বিপণিকেন্দ্র হিসেবে ঐতিহ্য ধরে রেখেছে টেরিবাজার আর রিয়াজউদ্দিন বাজার।
কিন্তু এবারের প্রস্তুতি সম্পূর্ণ ভিন্ন। মহামারি করোনা আঘাত হেনেছে আমাদের জনজীবনে। তাই করোনার বিস্তাররোধে ব্যবসায়ী নেতারা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নগরীর বহত্তম এই দুই পাইকারি কাপাড়ের বাজারসহ সব বিপনি কেন্দ্র।
আজ শনিবার (৯ মে) দুপুরে নগরের দামপাড়া সিএমপি কমিশনারের সম্মেলন কক্ষে মিলিত
বৈঠকে ব্যবসায়ী নেতারা এ সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি তাঁরা জাকাতের কাপড় পাইকারি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য হোম ডেলিভারি চালু রাখা এবং ফুটপাতে ঈদ বাজার বন্ধের দাবি জানান।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে টেরিবাজারের সব দোকান, শো-রুম ও কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধুমাত্র জাকাতের কাপড় গুদাম থেকে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছি।
তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, ঈদের আগে কোন মার্কেট খোলা না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী নেতারা। তাই রিয়াজউদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেনের সব বিপণিকেন্দ্র বন্ধ থাকবে।
বৈঠকে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরী এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় যেহেতু প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই মহামারি করোনার বিস্তার ঠেকাতে নগরীর রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, তামাকুমণ্ডি লেন, জহুর মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী সমিতিসহ অধিকাংশ ব্যবসায়ী সমিতি পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত দোকানপাট, মার্কেট, শপিং কমপ্লেক্স বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সভায় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বন্ধকালীন নগরের সব বাজার ও বিপণিকেন্দ্রের নিরাপত্তা জোরদার করার বিষয়ে ব্যবসায়ী নেতাদের আশ্বাস দেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …