শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান। করা হল জরিমানা আদায়

নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান। করা হল জরিমানা আদায়

জলি দাশ। চট্টবাংলা প্রতিনিধি -ঃ
রোজায় বাজার মনিটরিং ও করোনার বিস্তাররোধে আজ নগরীর দেওয়ানহাট, আগ্রাবাদ,ছোটপুল,বড়পুলসহ ডবলমুরিং ও হালিশহর থানার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অালী হাসান।
অভিযান পরিচালনার সময় আজ শুক্রবার দেওয়ানহাট মসজিদে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদ কমিটিসহ ইমাম,খতিব ও মুয়াজ্জিনকে অনুরোধ করা হয়।
এসময় এলাকার বায়তুশ শরফ জামে মসজিদে দেখা যায়, মুসল্লীরা কেউই সামাজিক দুরত্ব মানছেন না। বাসা থেকে সুন্নত নামাজ পড়ে যাওয়ার নির্দেশনা থাকলেও সবাই মসজিদেই সামাজিক দুরত্ব নামেনে নামাজ পড়ছেন।
এ-বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিরা বলেন, মুসল্লীদের প্রতি আমরা অনুরোধ স্বত্তেও তাঁরা কথা শুনছেন না। জায়-নামাজ বাসা থেকে না এনে আর মুখে মাস্ক ব্যবহার না করেই মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে নামাজ আদায় করছেন।
এসময় আদালতের পক্ষথেকে মুসল্লিদেরকে এবিষয়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয় এবং সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা মেনেই নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন ফলের খুচরা দোকানে অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা না থাকায় কয়েকটিকে জরিমানা করা হয়। সরকারী আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করার অপরাধে কয়েকটি হার্ডওয়্যার, সেলুন ও টেইলার্সকে বিশটি মামলায় ১৬,৫০০/ (ষোল হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়’র নেতৃত্বে নগরীর চকবাজার,পাচলাইশ, চান্দগাও ও খুলশী এলাকায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় মূল্য তালিকা না থাকায় ১১টি মুদি দোকানকে ৩৯,০০০/ (উনচল্লিশ হাজার) টাকা জরিমানা করেন আদালত। এছাড়া টেরাকোটা রেস্তোরাঁ কে মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না খাবার রাখা, এবং রান্না করা বাসী সবজি ফ্রিজে রাখার দায়ে ৪০,০০০/ (চল্লিশ হাজার) টাকাসহ ১২টি মামলায় ৭৯,০০০/ (ঊনাশী হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়া, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আজ নগরীর আকবর শাহ্, পাহাড়তলী,বন্দর,ইপিজেড ও পতেঙ্গায় সামাজিক দূরত্ব নিশ্চিত না করার কারণে ২ টি মোটরসাইকেল আরোহীকে ১০০০ ও ৫০০ টাকা জরিমানা করেন।
এসময় আদালত জুমার নামাজের সময় বিভিন্ন মসজিদে সরকারি নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা যাচাই করা হয়।বিভিন্ন স্থানে লোকজনের সমাগমকে নিরুৎসাহিত করা হয়। তিনি ২ টি মামলায় ১৫০০ টাকা জরিমানা করেন।
ছবি ও তথ্য কৃতজ্ঞতায়- শারমিন সুমি,বিটিভি।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …