বিপ্লবের মহাকবি
============ সুচরিত চৌধুরী।
যেখানেই শোষিতের সংগ্রাম
সেখানেই একটি নাম লেনিন
১৮৭০ সাল
ভোলগা নদীর তীরে
রাশিয়ার সিমবির্স্ক শহরেলং
জন্মেছিল এক মহাপ্রাণ
প্রতিবাদী মানুষের সংগ্রামী
চেতনার
ধ্রুবতারা হয়ে
মুক্তির স্বপ্ন দ্রষ্টা তুমি
… লেনিন।
পৃথিবী পিষ্ঠ আজ শোষণের
যাতাকলে
ক্ষুদার্থ মানুষের হাহাকার রবে
শোষকের জাবরকাটা
সুখানুভূতি
শ্রমিকের ঘাম ঝরা
পীচঢালা পথে
ফিরে পেতে মানুষের মৌলিক
অধিকার-
একটি নাম
শুধু ছড়ায় উত্তাপ
…লেনিন।
এখানে ওখানে
মৌলবাদের করাল থাবা
ধর্মান্ধ মানুষের বোমার আঘাত।
সাম্রাজ্যবাদী চেতনার লোলুপ
হিংস্রতা।
মানবিক সমাজের সীমাহীন
ভ্রষ্টতা
জীবনের পথ বেয়ে একজন
গেয়ে যায় সাম্যবাদের গান
…লেনিন।
ভোলগা থেকে কঙ্গো,
পদ্মা থেকে মিসিসিপি,
বেনহাই, তোয়া, হাডসন
আসমুদ্র হিমাচল
তুমিই দেখাও পথ
মুক্তিকামী মানুষেরে
কৃষকের শ্রমে পাওয়া
ফসলের দামে
বিপ্লবের মহাকাব্য করিয়া
সৃজন
মুক্তির বারতা দিলে
অন্ত্যজ জনে
হাল ভাঙা নাবিকের
বাতিঘর তুমি
প্রগতির ধ্বজাধারী
বঞ্চিত মানুষের ভরাভয় দাতা
…লেনিন।