রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বহদ্দারহাটে অগ্নীকান্ড পুড়ল ফুলকলি-ওয়েল ফুডসহ তিন দোকান

বহদ্দারহাটে অগ্নীকান্ড পুড়ল ফুলকলি-ওয়েল ফুডসহ তিন দোকান

মহিন আহম্মদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি -ঃ
নগরীর বহদ্দারহাট হক মার্কেট ইউনিট ১-এ সংগঠিত আগ্নীকান্ডে পুড়ল আল মদিনা ডিপার্টমেন্টাল স্টোর ও মিষ্টিজাত দ্রব্যের শোরুম ওয়েল ফুড আর ফুলকলি।
আগুনে তিনটি দোকানের অংশিক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত পৌনে ৭ টার দিকে ফুলকলি শোরুম থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম চট্টবাংলা কে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়।
তিনি আরো বলেন, মাত্র ১৫ মিনিটের ব্যবধানে সন্ধ্যা ৭.০০ টায় ঘটনাস্থলে পৌঁছে ২টি ইউনিট প্রায় ১ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একটু দেরি হলেই আগুনের ভয়াবহতা আর ক্ষয়ক্ষতিও বাড়ত বলে জানায় স্থানীয়রা।
আগুনে ফুলকলি, ওয়েল ফুড ও আল মদিনা নামের তিনটি দোকানে অংশিক ক্ষতি হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানাতে পারবেন বলে জানান, ফায়ার সার্ভিসের এ-কর্মকর্তা।
তবে ফায়ার সার্ভিস আর স্থানীয়দের সাথে আলাপ কালে আগুনের সূত্রপাত ফুলকলি শোরুম থেকে-বলে জানা যায়।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …