মানস চক্রবর্তী। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
পূর্ব সময়সূচী অনুসারে জেলা সিভিল সার্জন কর্মকর্তার সাথে করোনা ভাইরাসে আক্রান্ত সনাতনী ব্যক্তিদের মৃতদেহ সৎকার, বহণ কাজে নিয়োজিত কর্মীদের সুরক্ষা, প্রশিক্ষণ এবং কর্মীদের সুরক্ষা সামগ্রীর সরবরাহসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন নগরীর সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
আজ শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বির সাথে সনাতনী নেতৃবৃন্দের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠকে সিভিল সার্জন এবিষয়ে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনময় সভায় আগামীকাল রবিবার (২৬ এপ্রিল) সকাল এগারটায় নগরীর তালিকাভুক্ত সৎকারকর্মীদের সিভিল সার্জন কার্যালয়ে প্রশিক্ষণ প্রদানের কথাও জানান।
মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি ও কাউন্সিলর জহর লাল হাজারী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি উত্তম কুমার শর্মা, শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ প্রমুখ।