মহিন আহম্মেদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
সারাদেশে যখন চলছে সামাজিক দূরত্ব নামানার অসম প্রতিযোগিতা। জনসাধারণের মাঝে করোনা সচেতনতা সৃষ্টি করতে যেখানে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। নিত্য যেখানে চলে পুলিশের সাথে লুকোচুরি খেলা। এমনই এক সংকটময় পরিস্থিতিতে টিম কোতোয়ালির উদ্যেগে নগরীতে চালু হল সামাজিক দূরত্বের করোনা বান্ধব বাজার।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) থেকে নতুন চট্টগ্রাম রেলস্টেশন সংলগ্ন পার্কিং কর্ণার সরিয়ে ওখানে বসানো হয়েছে রিয়াজ উদ্দিন বাজারের কাঁচা বাজার। এই অস্থায়ী কাঁচা বাজারের কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।
কোতোয়ালি থানার উদ্যোগে রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি প্রাথমিকভাবে তাদের ২৫০টি দোকান এই কাঁচা বাজারে স্থানান্তর করেছে। প্রতিদিন সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ কাঁচা বাজার চালু থাকবে।
এ বাজারে প্রবেশের আগে ক্রেতাদের পার হতে হবে থার্মাল স্ক্যানার। বাধ্যতামূলক করা হয়েছে হাতে গ্লাভস আর মুখের মাস্ক। মাথায় দিতে হবে ক্যাপও। তিন ফুট দূরত্বে দাঁড়িয়ে নিশ্চিত করতে হবে কেনাকাটা।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর সতর্কতা হিসেবেই শর্তগুলো মানতে হবে চট্টগ্রাম নতুন রেলস্টেশনের পার্কিং-এ অস্থায়ীভাবে স্থাপিত রিয়াজউদ্দিন বাজার কাঁচা বাজারের ক্রেতা আর বিক্রেতাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান। চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি-খন্দকার গোলাম ফারুক। সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ। উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহসীন গণমাধ্যমকর্মীদের বলেন, “রিয়াজ উদ্দিন বাজারের জনসমাগম ঠেকাতে এবং ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করেই বাজারটি নতুন রেলস্টেশন পার্কিং কর্ণারে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে”।
তিনি আরও বলেন, ‘এটি দেশের প্রথম করোনা প্রতিরোধ বান্ধব বাজার। কারণ এই বাজারের প্রবেশ পথে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। সার্বক্ষণিক নজরদারিতে রাখার জন্য স্থাপন করা হয়েছে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ। তাছাড়া ক্রেতা-বিক্রেতা সকলকে বাধ্যতামূলক হ্যান্ডগ্লাভস, মাস্ক, মাথায় ক্যাপ ব্যবহার করে এ বাজারে আসতে হবে। সামাজিক দূরত্ব রেখে যাতে বাজার করতে পারে সেই জন্য চিহ্ন দিয়ে স্থানও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ছবি কৃতজ্ঞতায়-ঃ টিম কোতোয়ালি।