শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বন্দর নগরীতে করোনা আক্রান্ত সনাতনীদের মৃতদেহ সৎকারের দায়িত্ব নিলেন চসিক মেয়র

বন্দর নগরীতে করোনা আক্রান্ত সনাতনীদের মৃতদেহ সৎকারের দায়িত্ব নিলেন চসিক মেয়র

মানস চক্রবর্তী। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
বন্দরনগরী চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত সনাতনী সম্প্রদায়ের মৃত ব্যক্তিদের সৎকারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মেয়র আ. জ.ম. নাছির উর্দ্দীন।
চসিক মেয়রের সাথে আজ শুক্রবার (২৪ এপ্রিল) শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রতিনিধির সাথে বৈঠকে তিনি একথা বলেন।
চসিক মেয়রের সাথে বৈঠকে চট্টগ্রামে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের উত্তর কাট্টলী সনৎ দত্ত সার্বজনীন মহাশ্মশানে (সাগর পাড়ে) সৎকারের ব্যাপারে সিদ্ধান্ত হয়। এব্যাপারে মেয়রকে প্রধান পৃষ্ঠপোষক করে একটি কমিটি গঠন করা হয়।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি ও কাউন্সিলর জহর লাল হাজারী, সাধারণ সম্পাদক প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণ, যুগ্ম সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা, বিপুল কান্তি দত্ত, প্রকৌশলী সুদীপ বসাক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা, রতন চৌধুরী, শিবু দত্ত প্রমুখ।
বৈঠক শেষে নেতৃবৃন্দ কাট্টলী শ্মশান কমিটিসহ উক্ত মহাশ্মশান এলাকা পরিদর্শন ও সৎকার কাজে ব্যবহৃত (গাড়ী,শবদেহ মেডিকেল বা বাড়ী থেকে শ্মশানে আনা, ব্রাহ্মণ, ডোম, কর্মী, সুরক্ষা, লাখড়ী) সহ মৃতদেহ সৎকারের বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এছাড়া আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জেন ডা. ফজলে রাব্বি’র সাথে বৈঠক এবং আগামী রবিবারে (২৬ এপ্রিল) মৃতদেহ সৎকার প্রক্রিয়ায় নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের উদ্যেগ গ্রহন করা হয়েছে।
                 

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …