চট্টবাংলা। বোয়ালখালী প্রতিনিধি-ঃ
মহামারি করোনা ভাইরাসে যখন গাণিতিকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। ঠিক এমনই সময়ে করোনার বিস্তাররোধ জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা মেনে চলতে প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছে বোয়ালখালী থানা পুলিশ।
এছাড়া খেটে খাওয়া, অসচ্ছল মানুষগুলোর মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ অব্যহৃত রেখেছে টিম বোয়ালখালী। কখনো কখনো বোয়ালখালীর প্রত্যন্ত অঞ্চলের সত্যিকারের দুস্থদের ঘরে বা চলমান রাস্তায় তাদের হাতে খাদ্য তথা উপহার সামগ্রী তুলে দিয়ে আহব্বাণ করছেন বাড়ী থেকে বের নাহয়ে নিজে নিরাপদে থাকতে এবং পরিবার পরিজনকে নিরাপদে রাখতে। খাদ্য সমস্যা দেখা দিলে প্রশাসনকে অবহিত করতে তারা ঘরেই খাদ্য সামগ্রী পৌঁছে দেব।
আবার কখনো চলছে কোন অভুক্তজনের ফোন পেয়ে। এ ফোনের পরিচয় ধরে অফিসার ইনচার্জ সহ একদল পুলিশ সদস্যের চৌকস প্রচেষ্টায় সে পরিবারে খাদ্য ও উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
এ কার্যক্রমের অংশ হিসেবে আজ (১৮ এপ্রিল) শনিবার সকাল ১০ টার থেকে উপজেলা সদর, গোমদন্ডী ফুলতল, পশ্চিম গোমদন্ডী, শাকপুরার বিভিন্ন এলাকাসহ একাধিক সড়ক ও স্টেশনে এ প্রচার অভিযান এবং দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য ও উপহার সামগ্রী বিতরণ করেন।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন-বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম। এসময় সঙ্গে ছিলেন- ওসি ( তদন্ত) মুহাম্মদ হেলালুদ্দিন ফারুকী, এস.আই মোহাম্মদ তাজ উদ্দিন, এস.আই মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
এবিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল করিম বলেন, করোনা ভাইরাস এমন একটি রোগ যে রোগে আক্রান্ত হলে মানুষের বাঁচার সম্ভাবনা খুব কম। তাই সচেতনতাই পারে একমাত্র এরোগ থেকে আমাদের মুক্ত রাখতে। দরকার সামাজিক দুরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশন মেনে চলা।
উল্লেখ্য, এই চৌকষ কর্মকর্তা মাত্র গত ২৪ মার্চ অফিসার ইনচার্জ হিসেবে বোয়ালখালী থানায় যোগদান করেন।