
চট্টবাংলা ডেস্ক-ঃ
বাংলাদেশের সঙ্গীতাকাশে যে ক’জন মেধাবী গীতিকবি উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করে আছে তাঁদের একজন-এস.এম হেদায়েত। অনেকটা নিরবেই কেটে গেলো এই গুণী গীতিকারের ১৬তম মৃত্যুবার্ষকী।
এই নীল মনিহার/ আবার এলো যে সন্ধ্যা/ ও মাঝি নাও ছাইড়া দে/ মাগো ধন্য হলো জীবন আমার/ একটি মনের আশীষ তুমি/ তোমাকে যেন ভুলে না যায়-এসব কালজয়ী গানসহ অসংখ্য গানের গীতিকার এস এম হেদায়েত।।
মেধাবী ও শক্তিমান গীতিকারের সাথে জড়িয়ে আছে চট্টগ্রামবাসির অনেক আনন্দের মুহূর্ত- অনেক স্মৃতি। বাংলা গানের আরেক বরপুত্র, শিল্পী প্রবাল চৌধুরী’র সাথে ছিল গীতিকবির গভীর সখ্যতা।
মহানুভব এ মানুষটিকে আমরা আজ অনেকেই ভুলতে বসেছি। এস এম হেদায়েত এদেশের একজন খ্যাতিমান গীতিকার। যাঁর গান মানুষের মন ছুঁয়ে যায় আজও। মহৎপ্রান এ গীতিকবি’র কালজয়ী গানগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে।
যিনি নামকে ছাপিয়ে তাঁর কর্মে পৌঁচ্ছেছে লাখো মানুষের হৃদয়ে। তেমনি একজন মানুষ এস এম হেদায়েত। যাঁর গানে সমৃদ্ধ করেছে বাংলা গানের ভান্ডারকে। আজ ১৪ এপ্রিল ছিল তাঁর মৃত্যু বার্ষীকি। এদিনে কালজয়ী এই গীতিকবি’র প্রতি রইল অতলন্ত শ্রদ্ধা ও ভালোবাসা।
