চট্টবাংলা। সন্দীপ প্রতিনিধি-ঃ
সরকারের নির্দেশনায় যখন সারাদেশে চলছে সন্ধ্যা ৬টার পর বাইরে থাকার উপর কড়াকড়ি ঠিক তখনি দ্বীপ উপজেলা সন্দীপে আজ (১২ এপ্রিল) রবিবার রাতে লকডাউন উপেক্ষা করে গোপনে সন্দীপ প্রবেশ করে দুই পরিবার।
স্থানীয় উপজেলা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গোপনে গাছুয়া ঘাট দিয়ে অবৈধভাবে সন্দ্বীপে প্রবেশ করেও শেষ রক্ষা হয়নি দুই পরিবারের ৭ জন যাত্রীর।
বিষয়টি জানতে পেরে সন্দ্বীপের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে গাছুয়া ঘাটো তাদের আটক করা হয়।
এসময় দুই পরিবারের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা হয় তাদের ব্যবহৃত দুটি লাল বোট। এছাড়াও দুই পরিবার’র ৭ সদস্যকে পাঠানো হয় ১৪ দিনের কোয়ারেন্টাইনে।
এ অভিযানে সার্বিক সহযোগিতা করে সন্দ্বীপ থানা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ মামুন বলেন, করোনা আক্রান্তের হাত থেকে দ্বীপবাসীদের বাঁচাতে অভিযান অব্যাহত থাকবে। এসময় গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সাহেদ উপস্থিত থেকে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।